Manuals

সাধারণ নির্দেশনা


ক) আবেদনকারী যে পরীক্ষা/পরীক্ষাসমূহের নাম/পিতার নাম/মাতার নাম/জন্ম তারিখ সংশোধন করতে ইচ্ছুক সে পরীক্ষার পূর্ববর্তী পরীক্ষার সংশ্লিষ্ট তথ্য (নাম/পিতার নাম/মাতার নাম/জন্ম তারিখ) সংশোধিত/শুদ্ধ থাকতে হবে। যেমন জেএসসি পরীক্ষার পিতার নাম সংশোধন করতে হলে পিইসিই সনদে পিতার নাম অবশ্যই শুদ্ধ থাকতে হবে। প্রমাণ হিসাবে পিইসিই সনদ স্ক্যান করে আপলোড করতে হবে (সত্যায়িত ফটোকপি মিটিং এ জমা দিতে হবে এবং মূলকপি উক্ত মিটিং এ দেখাতে হবে)।
খ) অনলাইন অবেদনের কপি প্রিন্ট করে সংশ্লিষ্ট কাগজপত্রের একসেট ফটোকপিসহ মিটিং এ জমা দিতে হবে।
গ) সকল কাগজপত্রের মূলকপি মিটিং এ উপস্থাপন করতে হবে।
ঘ) জে.এস.সি আবেদনকারীদের অবশ্যই পিইসিই এর সনদপত্র জমা দিতে হবে।

Name/Age Correction PDF Manual

Name/Age Correction Video Manual Support